ফেসবুকে ভাইরাল হয়ছেে ‘একদিন তো মরেই যাব’ কথাটি। পোস্টে সবাই লিখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে ‘একদিন তো মরেই যাব’। নেটিজেনরা বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
ফেসবুক ইউজাররা ট্রোল করার ক্ষেত্রেও ব্যবহার করছে বাক্যটি।বিভিন্ন মানুষের ওয়ালেও দেখা যাচ্ছে ‘একদিন তো মরেই যাব’ শীর্ষক নানা ট্রোল।
তবে এই ট্রোল নিয়ে অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন। আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, আজকাল মৃত্যু নিয়েও ফান শুরু হইছে। কি লাভ ফান করে, এক দিন তো মরেই যাব! সুতরাং, সত্যিকারের মরণ আসার আগে সেই মৃত্যুকে স্বরণ করেন। যার স্বাদ বড়ই তিক্ত। এ টা ফাজলামো ছাড়া কিছুই নয়। সাবধান!
তবে এই ট্রোলটি কে শুরু করছে কিংবা কোথায় থেকে ভাইরাল হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায় নি।