TechJano

ফেসবুকে করোনা প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার কিছু টিপস

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর করোনা আতংকে কাজে লিগিয়ে সাইবার দুর্বৃত্তরা ছড়াচ্ছে ম্যালওয়্যার, হ্যাক করছে ফেসবুক একাউন্ট৷ করোনা ভাইরাস বিষয়ক কোনো লিংক এলে তাই সাবধান থাকতে হবে ফেসবুক ও মেসেঞ্জারে সক্রিয় ব্যবহারকারীগণকে। আসুন জেনে নেই ফেসবুক ও মেসেঞ্জারে করোনা প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার কিছু টিপস।
১)  সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না।
 ২)  করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক কোনো পোস্টের আড়ালে ম্যালওয়্যার  থাকতে পারে বলে এ ধরনের পোস্ট শেয়ার করবেন না। এতে ম্যালওয়্যার আপনার অন্য বন্ধুদের কাছে ছড়াতে পারে।
৩)  বন্ধুত্বের অনুরোধ আসলে যাচাই করে নিবেন। অপরিচিত কারও বন্ধুত্বের অনুরোধ এখন গ্রহণ করবেন না।
৪) কোনো ব্যবহারকারীকে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক তাকে ব্লক করে দিন।
৫) ফেসবুকে করোনাভাইরাস প্রতিরোধী বলে দাবি করা কোনো মাস্ক বা অন্যকিছুর আকর্ষণীয় প্রচারের ফাঁদে পা দিবেন না।
৬) খুব জরুরি দরকার বলে ফেসবুক বা মেসেঞ্জারে কেউ সাহায্য বা টাকা চাইলে সাবধান হোন। পরিচিত কেউ চাইলে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বা প্রকৃত ব্যক্তি বিপদে পড়েছে কিনা নিজেই তার খোঁজ-খবর নিন।
 তথ্যসূত্র: সিনেট
((ছবিঃ কপিরাইট ফ্রি ইমেজ সাইট থেকে।))
মিজানুর রহমান
Exit mobile version