TechJano

ফেসবুক ব্যবহারকারীদের জন্য জরুরী সতর্কতা

ফেসবুকে নতুন কায়দায় অনেকের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। এর মধ্যে চলচ্চিত্রের তারকারা আছেন, আবার সাধারণ ব্যবহারকারীও অনেকে আছেন। এটাকে প্রতারণার ফাঁদ বলা হচ্ছে। এ এমন এক কৗশল যাতে হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ সব তথ্য। পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে ফেসবুক অ্যাকাউন্টও। শুধু তা-ই নয়, নানা হয়রানিও করা হচ্ছে। সাইবার জগতের দুর্বৃত্তরা এমন কৌশলে কাজটি করছে, যাতে কিছুই টের পাচ্ছেন না ভুক্তভোগীদের কেউই।

একজন লিখেছেন, আজ খুব বড় বিপদ থেকে রক্ষা পেলাম। ফেসবুকে আমার পরিচালিত পেইজগুলোর একটিতে হঠাৎ করে এই মেসেজ পেয়ে অস্থির হয়ে উঠি। বিশেষত ইউআরএলে ফেসবুক (https://facebook.copyrightpolicy-81511.com/contact/) দেখার পর খুব বেশী ভাবনা মাথায় কাজ করেনি। ফলে হ্যাকারদের পাতা ফাঁদে পা দিতে গিয়েও মনে হলো কিছু এক্সপার্টদের সাথে কথা বলি। প্রথমদিকে তারাও ধরতে পারেনি। পরে তাদের মাধ্যমে জানতে পারলাম এটা পেইজ হ্যাকারদের পাতা একটা ফাঁদ। ভাগ্যিস এপ্লাই করিনি, ততক্ষণে। অন্যরাও, বিশেষ করে যারা ফেসবুক পেইজ, গ্রুপ পরিচালনা করেন তারা এ ধরণের মেসেজ পেলে হ্যাকার হিসাবে এভয়েড করবেন।

প্রথম আলো তাদের প্রতিবেদনে লিখেছে, আলোচিত নায়িকা শবনম বুবলী, অভিনয়শিল্পী ও সঞ্চালক মিথিলার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এরপর সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, পরিচালক দেবাশীষ বিশ্বাস, অনিমেষ আইচের অ্যাকাউন্টও মুক্তি পায়নি এই আক্রমণ থেকে।

বিশেষজ্ঞরা বলছেন-ফেসবুকে অপরিচিত লিংকে ক্লিক করবেন না। বন্ধুদের মধ্য থেকেও কেউ ইনবক্সে লিংক পাঠায়, তারপরও খুলবেন না। অনেকে অনেক কিছু ফেসবুকে শেয়ার করতে বলে বা আরও ১০ জনকে ফরোয়ার্ড করতে বলে এগুলো করবেন না। অনেক ধর্মীয় বার্তা দিয়ে লিংক আসে, পুরস্কার জেতার লিংক আসে কিংবা পরিচিতির ছদ্মবেশে জরুরি টাকা বিকাশ করতে বলে। এগুলো করলেই বিপদ।

অনেকের ক্ষেত্রে দেখা যায়, জন্ম তারিখ জানে, এরপর একটা ছবি সংগ্রহ করে একটা নকল আইডি কার্ড করে সাবমিট করছে। এগুলো বড় ধরনের বিষয় নয়, মামুলি ব্যাপার।

যাঁদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, আগে সেগুলো সিকিউরড করা। শুধু পাসওয়ার্ড দিয়ে রাখলেই ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরড না। টু স্টেপ অথেনটিকেশন চালু করতে পারেন। তবে কোনো লিংক থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে বললে আগে দেখুন লিংকটি সঠিক উৎস কিনা।

Exit mobile version