TechJano

ফেসবুক ভিডিও ডাউনলোডের উপায় আইফোনে

ফেসবুকে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও দেখি। কিন্তু তা নিজেদের কাছে রাখতে পারছি না। আবার কাউকে পাঠাতেও পারছি না। কারণ, ফেসবুক ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় তা আমাদের অনেকেরই জানা নেই। আজকের এই প্রতিবেদনে আইফোনে ফেসবুক ভিডিও ডাউনলোডের উপায় জানিয়ে দেয়া হলো।

* প্রথমে যে ফেসবুক ভিডিও করতে চাইছেন, সেটি খুলুন।

* এবার শেয়ার অপশনে ক্লিক করে সেই ফেসবুক ভিডিওর লিঙ্কটি কপি করুন।

* যে কোনও ব্রাউজার থেকে fbdown.net লিঙ্কটি খুলুন, যা ডাউনলোড সাপোর্ট করে। সাফারি এবং ক্রোম ডাউনলোড সাপোর্ট করে না, তবে ফায়ারফক্স করে।

* এবার লিঙ্কটি পেস্ট করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন।

* নিজের পছন্দসই ভিডিয়ো কোয়ালিটি বেছে নিন।

* এবার ব্রাউজারের ডাউনলোড সেকশনে একবার দেখুন। ফায়ারফক্সের ক্ষেত্রে এটি আপনি হ্যামবার্গার আইকনের সাহায্যে দেখতে পাবেন। আবার ভিডিওটিতে ট্যাপ করুন এবং সেভ ভিডিও অপশন বেছে নিন।

* এবার ভিডিও দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে আপনার আইফোনের ফটোস অ্যাপে।

Exit mobile version