TechJano

আইফোন এক্সকে গুলি মারেন! কেমন হবে নকিয়া এক্স ফোনটি তাই দেখুন?

এতো দামের আইফোন এক্সকে গুলি মারেন! নকিয়া লাভাররা প্রস্তুত হন। আসছে বহুল প্রতীক্ষিত এক্স মডেলটি। এইচএমডি গ্লোবাল এবার নকিয়া এক্স নামের ফোনটি আনতে কাজ করছে। এটি এইচএমডি গ্লোবালের তৈরি ষষ্ঠ নকিয়া ফোন। আগামী ১৬ মে ফোনটি উন্মোচন করার আগেই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এবার ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা দিতে অনলাইনে ফাঁস হয়েছে ছবি।
সম্প্রতি চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে নকিয়া এক্সের ছবি দেখা যায়। ছবিতে দেখা যায়, নীল রঙের ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। এর নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নচ যুক্ত ডিসপ্লের ফোনটিতে ৩.৫ মিমির হেডফোন জ্যাকও দেখা গেছে।
ফোনটির স্পেসিফিকেশনে থাকছে, ৫.৮ ইঞ্চি ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ও ৩০০০ এমএএইচ ব্যাটারি। নকিয়া এক্স ৩ জিবি, ৪ জিবি ও ৬ জিবি সংস্করণে বাজারে ছাড়া হবে। স্টোরেজের জন্য থাকবে ৩২ জিবি অথবা ৬৪ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। কিনবেন নাকি অ্যান্ড্রয়েডনির্ভর নকিয়া ফোনটি? টাকা গোছাতে শুরু করুন।

Exit mobile version