TechJano

ফোন দিয়ে টিভি চ্যানেল চেঞ্জ করবেন যেভাবে

আপনার অ্যান্ড্রয়েড ফোন টিভির রিমোট হিসেবে কাজে লাগাতে পারেন খুব সহজেই। কীভাবে? আপনার স্মার্টফোনেই রয়েছে এ অপশনটি৷ নতুন প্রযুক্তি এক্ষেত্রে সাহায্য করবে স্মার্টফোনকে স্মার্ট টিভি, অ্যান্ডয়েড টিভি বক্স, ফায়ার টিভি স্টিক হিসেবে ব্যবহার করার৷ স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে জেনে রাখুন নিম্মে প্রদও নিয়মগুলো:

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকা জরুরি৷ স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক৷ অ্যান্ড্রয়েড ভার্সন ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে৷ এছাড়া, দেখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইল সাপোর্ট করে৷

পুরো প্রক্রিয়াটিতে প্রয়োজন পড়বে একটি অ্যাপের, CetusPlay৷ অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে৷ অনেক সময় ফোনে ইনস্টল করা অ্যাপটি অটোমেটিকলি টিভিতে ইনস্টল হয়ে যায়৷ অন্যথায় ইউজার আলাদাভাবে পেনড্রাইভ ব্যবহার করে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন৷

স্মার্টফোনকে টিভির রিমোট বানানোর স্টেপগুলো:

Exit mobile version