TechJano

ফ্রিল্যান্সারদের প্রিমিয়ার ফুটসাল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত

৬ মার্চ ফেসবুকভিত্তিক দেশের টপ ফ্রিল্যান্সারদের গ্রুপ প্রিমিয়ার প্রফেশনালস ক্লাবের উদ্যোগে শেফস টেবল কোর্টসাইডে আয়োজিত হল আইসিআইটিপি প্রিমিয়ার ফুটসাল টুর্নামেন্ট ২০২২ পাওয়ার্ড বাই টেনএক্স ফ্রিল্যান্সিং। এর আগে ২০২১ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয় বসুন্ধরা আবাসিক এলাকার দ্য স্টেডিয়ামে।

এ টুর্নামেন্টে বরিশাল লায়ন্স, ময়মনসিংহ টাইটানস, সিলেট টপার্স, রাজশাহী রেবেলস, রংপুর রেন্জার্স, ঢাকা অ্যাভেঞ্জারস, চট্টগ্রাম ইউনাইটেড ও খুলনা জায়ান্টস নামে আটটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন ফ্রিল্যান্সাররা।

দিনব্যাপী এ টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রেবেলস আর রানার্স আপ হয়েছে রংপুর রেন্জার্স। ফাইনালের ম্যাচ সেরার পুরষ্কার জেতেন রাজশাহী রেবেলস এর মোঃ আবদুল মালেক। এছাড়া মোঃ আবদুল মালেক একই সাথে ২ গোল দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর পুরষ্কারও জেতেন। সেরা গোলরক্ষক এর পুরষ্কার জেতেন রাজশাহী রেবেলস দলের গোলরক্ষক মোঃ মেহেদি হাসান।

খেলা শেষের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রিমিয়ার প্রফেশনালস ক্লাবের সকল এডমিন, টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির সকল সদস্য এবং স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের সকল সদস্যকে ট্রফি প্রদান করা হয়।

এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল আইসিআইটিপি, পাওয়ার্ড বাই টেনএক্স ফ্রিল্যান্সিং, জার্সি স্পন্সর ডব্লিউপিডেভেলপার, ফটোগ্রাফি স্পন্সর নিজলক্রিয়েটিভ ফটোগ্রাফি, গোল্ড স্পন্সর হিসেবে কোডরেক্স. মনস্টারক্ল এলএলসি, সিলভার স্পন্সর হিসেবে একাউন্টিং বিজ এলএলসি, শুভ আইটি, জেইনিক ল্যাব ও জায়েদ কর্প। টুর্নামেন্টে মেডিক্যাল সাপোর্ট দিয়েছে ইম্পালা টেলিমেড। এছাড়াও মাইক্রো স্পন্সর হিসেবে ছিল এক্সজিনিয়াস, প্রাইম বাজার, অলিও, টিমটম, থিমফিক, বিগ ইন্টিজার, আরএস থিম, এল ই স্টুডিও, রিয়েক থিমস, ওয়েলকোডার, জিরোসফট, আশিকুরটেক, টীম ডায়নামিক্স। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ঢাকা পোস্ট।

প্রিমিয়ার প্রফেশনালস ক্লাব দেশের প্রথম সারির ফ্রিল্যান্সারদের একটা কমিউনিটি যেখানে বিশ্বের সর্ববৃহৎ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আপওয়ার্ক এর টপ রেটেড ফ্রিল্যান্সাররাই শুধুমাত্র জয়েন করতে পারে। বর্তমানে ১৩০০ জনেরও বেশী টপ রেটেড ফ্রিল্যান্সার রয়েছেন এই কমিউনিটিতে। ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন মিটআপ, ডে ট্যুর, লঙ ট্যুর এবং খেলাধুলার আয়োজন করা হয়।

Exit mobile version