TechJano

ফ্লাগশিপ যত স্মার্টফোন বাজারে

সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে আন্তর্জাতিক বাজারে এসেছে একের পর এক স্মার্টফোন। এর মধ্যে কয়েকটি ফোনে ৫জি কানেক্টিভিটি থাকছে। প্রায় সব ফোনেই থাকছে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও চোখ ধাঁধানো ডিসপ্লে। এক নজরে সেই ফোনগুলো দেখে নিন।

ওয়ানপ্লাস ৭ প্রো
ওয়ানপ্লাস ৭ প্রো-তে পপ-আপ ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে কোয়াড এইচডি প্লাস ৯০ হার্জ ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।

ভিভো আইকু ৩
ভিভো আইকু ৩ সম্প্রতি প্রিমিয়াম স্মার্টফোনের জন্য আইকু সাব ব্র্যান্ড নিয়ে এসেছে ভিভো। আইকু ৩ ভারতে এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াডক্যাম।

অ্যাপেল আইফোন ১১ প্রো ম্যাক্স
অ্যাপেল আইফোন ১১ প্রো ম্যাক্স এটা সব থেকে দামী আইফোন। রয়েছে এ১৩ বায়োনিক চিপ। ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এস১০ লাইট
স্যামসাং গ্যালাক্সি এস১০ লাইট এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৪,০০ এমএএইচ ব্যাটারি। রিয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ওয়ানপ্লাস ৭টি প্রো
ওয়ানপ্লাস ৭টি প্রো এই ফোনেও পপ-আপ ক্যামেরা দিয়েছে ওয়ানপ্লাস। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপ, ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ এই ফোনে রয়েছে ফোল্ডেবল ওলেড ডিসপ্লে। কোম্পানির দাবি এই ফোনের ডিসপ্লের উপরে কাঁচ ব্যবহার হয়েছে। এই ফোল্ডেবল ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি ডিসপ্লে।

Exit mobile version