TechJano

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭

জনপ্রিয় উইন্ডোজ ৭-এর সব সেবা বন্ধ করছে মাইক্রোসফট। বর্তমান সময়ে উইন্ডোজ ১০-এর সফলতায় এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৭-এ সব ধরনের সাপোর্ট বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মূলত ২০১৫ সালের জানুয়ারি থেকেই উইন্ডোজ ৭-এ মূল সমর্থন দেয়া বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এবার এর থেকে সব সাপোর্ট তুলে নিচ্ছে তারা। ২০২০ সাল থেকে পুরনো এ অপারেটিং সিস্টেমে বিনামূল্যে আর কোনো নিরাপত্তা আপডেট আনবে না মাইক্রোসফট।

সোমবার প্রতিষ্ঠানের এক পোস্টে বলা হয়, ‘২০২০ সালের ১৪ জানুয়ারির পর উইন্ডোজ ৭ চালিত কোনো পিসিতে আর নিরাপত্তা আপডেট দেয়া হবে না।’ সাপোর্ট বন্ধ হলেও পিসিতে উইন্ডোজ ৭ চালিয়ে যেতে পারবেন গ্রাহক।

কিন্তু এতে পাওয়া যাবে না কোনো নিরাপত্তা, সফটওয়্যার বা ফিচার আপডেট। ‘সাপোর্ট বন্ধ হলেও আপনি উইন্ডোজ ৭ চালিয়ে যেতে পারবেন, আপনার পিসির নিরাপত্তা আরও বেশি ঝুঁকিতে থাকবে,’- মাইক্রোসফট।

১৪ জানুয়ারি ২০২০ সালের পরও উইন্ডোজ ৭ ইনস্টল ও অ্যাক্টিভেট করা যাবে বলেও জানানো হয়েছে। নিরাপত্তা ঝুঁকি ও ভাইরাস এড়াতে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

Exit mobile version