TechJano

বাজারে আসছে এক্সপেরিয়া এক্সজেড২

এইবার বেজেলবিহীন স্মার্টফোন আনতে যাচ্ছে সনি। সদ্য ফাঁস হওয়া এক ছবিতে প্রায় বেজেলবিহীন একটি ফোনের দেখা মিলেছে। একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ফোনটি৷

ফোনটির মডেল সনি এক্সপেরিয়া এক্সজেড২। এই ডিজাইনটির সঙ্গে অন্যান্য এক্সপেরিয়া ফোনের মিল রয়েছে। তবে উপরের ক্যামেরা ও ইয়ারপিসের অংশ ছাড়া বাকি তিন দিকে কোনো বেজেল নেই। ছবিতে ডান পাশে ক্যামেরা শাটার বাটনের অস্তিত্বও পাওয়া গেছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, এই ফোনটির ডিসপ্লে ৫.৪৮ ইঞ্চি ফুল এইচডি যার স্ক্রিন রিজলিউশন (২১৬০x৩৮৪০)। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম, ৬৪ অথবা ১২৮ গিগাবাইট স্টোরেজ । এই ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা প্রতিটি ১২ মেগাপিক্সেলের। সেলফি তুলার জন্য ১৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।বিগত বছরে পুরাতন ডিজাইন ও প্রসেসর ব্যবহারের ফলে সনি প্রচুর ক্রেতা হারিয়েছে। বেজেলবিহীন ডিজাইনের ফলে ক্রেতাদের মাঝে নতুন করে তারা আগ্রহ সৃষ্টি করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ।

Exit mobile version