TechJano

বাজারে আসছে ফাইভজি স্মার্টফোন রেডমি কে৩০

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমির রেডমি কে২০ সিরিজের স্মার্টফোনগুলো বাজারে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বাজারে আনছে পরবর্তী সিরিজ। ফাইভজি নেটওয়ার্ক সমর্থনযোগ্য রেডমি কে৩০ মডেলের কিছু ছবি এরই মধ্যে ফাঁস হয়েছে। রেডমি কে৩০ মডেলে থাকছে ৬ দশমিক ৬৬ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে। এত উচ্চমানের ডিসপ্লে এর আগে শাওমির আর কোনো স্মার্টফোনে দেখা যায়নি। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে স্ন্যাপড্রাগন ৭৩০ কিংবা স্ন্যাপড্রাগন ৭৩৯জি চিপসেট ব্যবহার করা হয়েছে।

রেডমি কে৩০ মডেলের স্মার্টফোনটিতে ৬ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট মেমোরি রয়েছে। ক্যামেরার জন্য শাওমির স্মার্টফোনটি ক্রেতারা পছন্দের তালিকায় রাখবেন। এতে রয়েছে ডুয়েল হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা। এর আগে স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস মডেলের স্মার্টফোনে এ ধরনের সেলফি ক্যামেরা দেখা গেছে। ফাইভজি সমর্থনযোগ্য স্মার্টফোনটি আকারগতভাবে শাওমির অন্য মডেলের স্মার্টফোনগুলোর তুলনায় পাতলা।

রেডমি কে৩০ স্মার্টফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে শাওমি কোনো ধারণা দেয়নি। শুধু জানিয়েছে, আগামী ডিসেম্বরে নতুন মডেলের এ স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে।

Exit mobile version