TechJano

বাজারে আসছে স্মার্ট জুতা!

শিগগিরই বাজারে পাওয়া যাবে স্মার্ট জুত। এটা এমন জুতা যা বয়স্ক, কর্মী বা ভ্রমণকারীদের জন্য ব্যবহারযোগ্য।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া ভোক্তা ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনের সবচেয়ে বড় আয়োজন সিইএস-এ জুতা উন্মোচন করেছে ফরাসী প্রতিষ্ঠান ই-ভোন।

বয়স্ক, কর্মী বা ভ্রমণকারীদের জন্য বানানো এই জুতা ব্যবহারকারী পড়ে গেলে তা শনাক্ত করতে পারবে।

স্নিকার, হাইকিং বুট আর কাজের জন্য ব্যবহৃত বুট হিসেবে বিভিন্ন মডেলে পাওয়া যাবে এই স্মার্ট জুতা। এতে ই-ভোন জুতার সোলে একটি ডিভাইস ব্যবহার করেছে যা ব্যবহারকারী পড়ে গেলে বা তিনি অস্বাভাবিকভাবে নড়াচড়া করলে তা শনাক্ত করবে। সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর আগে থেকে দিয়ে রাখা জরুরী নাম্বারে চলে যাবে সতর্কবার্তা।

এই জুতা ১২০টি দেশে যোগাযোগ করতে সক্ষম। ব্যবহারকারীর অবস্থান শনাক্তে এতে রাখা হয়েছে একটি জিপিএস অ্যান্টেনা ও জাইরোস্কোপ এবং চলাচল শনাক্তে রয়েছে অ্যাকসেলেরোমিটার।

Exit mobile version