TechJano

বাজারে এসেছে গিগাবাইটের C200 মডেলের নতুন চেসিস্‌।

গিগাবাইট দেশের বাজারে নিয়ে এসেছে নিজেদের নতুন চেসিস্‌ GIGABYTE C200 গ্লাস।

বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নিমাতা প্রতিষ্ঠান গিগাবাইট গ্রাহকদের  থেকে বিপুল জনপ্রিয়তা পাওয়ায় এখন আর শুধু দু একটি প্রোডাক্ট না বরং প্রায় সব ধরনের কম্পিউটার পার্টস তৈরীর দিকেই মনোযোগ দিয়েছে  তারই ধারাবাহিকতায় তারা বাজারে নিয়ে আসছে গিগাবাইটের এই নতুন চেসিস্‌।

GIGABYTE C200 চেসিস্‌টিতে আাছে আরজিবি লাইট ও আারজিবি এলইডি সুইস, ব্লাক টেম্পারড্ গ্লাস আাছে সামনে ও সাইডের প্যানেলে আরও আাছে ডিট্যাচেবল ডাষ্ট ফিলটার।

এয়ারফ্লো এবং সহজ-অ্যাক্সেস তাই এর প্রধান বৈশিষ্ট্য গুলো হল,2x ইউএসবি 3.0 পোর্ট,হেডফোন জ্যাক পোর্ট,মাইক্রোফোন পোর্ট,আরজিবি এলইডি কাস্টমাইজেশন বাটন,আরজিবি এলইডি কনফিগারেশন রিসেট বাটন ও পাওয়ার বাটন।

চেসিস্‌টি স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এসেছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে  ৪,৫০০ টাকা মাত্র  সব দিক বিবেচনা করে এই দামে এই চেসিস্‌টি গ্রাহকদের  পছন্দের তালিকার শীর্ষে অচিরেই জায়গা করে নেবে বলে আশা রাখা যায়।

Exit mobile version