TechJano

বিনা মূল্যে গ্রাফিকস, ওয়েব, এসইও শিখতে যেভাবে আবেদন করবেন

বিনা খরচে গ্রাফিকস, ওয়েব, এসইও শিখতে শিখতে চান?   তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে বৃত্তির ঘোষণা দিয়েছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি। গ্রাফিক ডিজাইন, রেস্পন্সিভ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, থ্রী-ডি অ্যানিমেশন, এসইও, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, মোশন গ্রাফিক্স, ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন ও ইমেজ এডিটিং-কোর্সসমূহে বৃত্তি দেবে প্রতিষ্ঠানটি ।

শিক্ষার্থীরা তাদের পছন্দসই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ-ই স্কুলে লাইভ ও অফলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ আইটিতে সরাসরি প্রশিক্ষণ নেওয়া যাবে। কম্পিউটার পরিচালনা সম্পর্কে প্রাথমিক ধারণা ও নিজস্ব কম্পিউটার থাকতে হবে। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্ধারণ করা হবে।যারা এইচএসসিতে অকৃতকার্য হয়েছেন তারাই শুধু বৃত্তির সুবিধা পাবেন।

যেভাবে বৃত্তির জন্য আবেদন করবেন

যারা স্কলারশিপটি নিতে ইচ্ছুক তাদের ৩১ আগস্টের মধ্যে goo.gl/3EYguf এই লিংকে আবেদন করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ক্রিয়েটিভ আইটির অফিশিয়াল পেজে।

https://www.facebook.com/CreativeITInstitute  এই ঠিকানায় অথবা সরাসরি যোগাযোগ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট,মমতাজ প্লাজা (৫মতলা),(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা

 

Exit mobile version