বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০১৮-২০ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহের নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার বিকেল ২.৩০ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল। সময় শেষ হওয়ার পর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহাসহ আরো দুইজন নির্বাচন বোর্ডের সদস্যদের স্বাক্ষরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়।
কেন্দ্রীয় কমিটি এবং ৮টি শাখা কমিটির মধ্যে শুধুমাত্র রাজশাহী শাখার প্রার্থী মো. হাছিনুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সকল প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, কম্পিউটার পয়েন্ট এর স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, সাইবার কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া, ইপসিলন সিস্টেমস এন্ড সল্যিউশন লি. এর চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর, কম্পিউটার সোর্স মেশিনস লি. এর মো. আসুব উল্লাহ খান জুয়েল, ইলেক্ট্রোসনিক এর স্বত্বাধিকারী মো. মাজহারুল ইমাম, জয় কম্পিউটার এন্ড এক্সেসরিজ এর স্বত্বাধিকারী অজয় কৃষ্ণ সাহা, নেনোটেক বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আকতারুজ্জামান (টিটু), হাইটেক প্রফেশনালস্ এর স্বত্বাধিকারী মজিবুর রহমান স্বপন, অরিয়েন্ট কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, সফটজোন ইন্ক. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাউথ বাংলা কম্পিউটার এর স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া, স্পীড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, টেক হিল এর স্বত্বাধিকারী মো: মোস্তাফিজুর রহমান, টেক রিপাবলিক লি. এর পরিচালক কাজী একরামুল গণি এবং টেকনো প্লানেট সিস্টেমস্ এর স্বত্বাধিকারী মো. মঞ্জুরুল হাসান।
এছাড়া শাখা কমিটিগুলোর মধ্যে খুলনা শাখায় ১৪ জন, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লাসহ প্রতিটি শাখায় ৭ জন করে শাখা কমিটিতে সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত বিবেচিত হয়েছেন।
প্রসঙ্গত, প্রার্থী পরিচিতি সভা ৩ মার্চ বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে এবং ১০ মার্চ বিসিএস ২০১৮-২০ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী এবং শাখা কমিটিসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে।