ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির আয়োজনে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে শুক্রবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘বি দ্যা লায়ন ইন ডিজিটাইজড ওয়ার্ল্ড’ শীর্ষ কর্মশালা।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেণারশীপ ডিপার্টমেন্ট আয়োজিত কর্মশালায় দেশের ই-কমার্স সেক্টরকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করা হয়। সেইসাথে আলীবাবা ও অ্যামাজনের মতো বিম্বের শীর্ষ কোম্পানীগুলোর সাথে কিভাবে ছোট কোম্পানী গুলো টিকে থাকবে সেসব বিষয়ে আলোচনা হয়। প্রশ্নোত্তর পর্বে ই-ক্যাব সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধান দেয়া হয়।
আয়োজনের উদ্বোধনী ঘোষণা করেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান।
কমিউনিকেশন ফর ই কমার্স শীর্ষক আলোচনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেণারশীপ বিভাগের প্রধান শিবলী শাহরিয়ার।
ই –কমার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপর আলোচনা করেন অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরার সাবেক লেকচারার ও ইমপ্রেস গ্রুপের কনসার্ণ আই ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দস্তগীর শেখ।
বাংলাদেশে ই কমার্স বিজনেসের ৪২ টি সমস্যা ও সমাধান সেই সাথে ডেলিভারি, ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেন ড্যাফোডিল ফ্যামিলির ডলফিন ডিজিটালের ডিরেক্টর ও ই ক্যাব স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম রিবেল।
ডিজিটাল মার্কেটিং ও গ্রোথ হ্যাকিং নিয়ে কথা বলেন ডলফিন ডিজিটালের তানভীর রেজওয়ান।
বক্তব্য রাখেন ই ক্যাবের ফিন্যান্স ডিরেক্টর আবদুল হক অনু, ই-ক্যাব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাইদ রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল কুদ্দুস ছোটন ।
দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন ই- ক্যাবের ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স ও এএসএল ওয়্যারলেসের সিওও আশীষ চক্রবর্তী।
প্রায় ২০০ জনকে সার্টিফিকেট প্রদান করার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। অনুষ্টানের মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই, আইকনবিডি.নিউজ, ঢাকাটাইমস২৪ডটকম।