TechJano

বেসিস নির্বাচনে কে জিতবে? ভোটাররা কি ভাবছেন?

ভোট এলেই কদর বাড়ে ভোটারের। এবারের বেসিস নির্বাচনে তো ভোটারদের কদর আরও বেশি। ভোটের বাকি কয়দিন। এরই মধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে কারা আসছেন বেসিস পরিচালনা পর্ষদে। তিন প্যানেলেই আছেন হেভিওয়েট প্রার্থী। জোরেশোরে প্রচার শুরু হয়ে গেছে। অনেক প্রার্থীর নাম মিডিয়ায় আসছে। কেউ কেউ নির্বাচন উপলক্ষে নিজের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরছেন। প্রশ্ন উঠছে এবারের নির্বাচনে শেষ হাসি হাসবে কোন প্যানেল বা কোন প্রার্থী। এবারের নির্বাচনে তিন প্যানেল হচ্ছে ‘টিম হরাইজন’ , টিম দুর্জয় ও উইন্ড অব চেঞ্জ।
প্রশ্ন হচ্ছে এবারের নির্বাচনে পুরো প্যানেল জয়ী হয়ে আসতে পারবে তো?
কয়েকজন ভোটার ও প্রার্থীর মতামত হচ্ছে এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হবে নতুন ও তরুণ ভোটাররা। তাদের যারা কাছে টানতে পারবে বা তাদের হয়ে কথা বলতে পারবে তাদের সম্ভাবনা বেশি।
নাম প্রকাশ না করে এক ভোটার বলেন, এবারের নির্বাচনে শুধু হেভিওয়েট প্রার্থী দেখেই ভোট দেবেন না। যিনি বেসিসের জন্য প্রকৃতপক্ষে কাজ করবেন এবং বেসিস থেকে নেওয়ার আশা বাদ দিয়ে বেসিসকে দেওয়ার জন্য আসবেন তার সম্ভাবনা বেশি।
বেসিস নির্বাচন ঘিরে এক প্রার্থীর জন্য খাটছেন এমন সদস্যর প্রতিক্রিয়ায় জানা গেল, এবারের পরিস্থিতি বেশ জটিল। কে আসবে সহজে বোঝা যাচ্ছে না। সম্পর্ক আর দরকারে পাশে থাকেন যিনি তার পক্ষেই থাকবেন।
এবারের নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী প্রচুর খরচ করছেন, ভোটারদের মন জয় করতে নামি দামি হোটেলে খাওয়াচ্ছেন, পিআরে খরচ করছেন এ তথ্য জানালেন একজন।
একজন জানালেন, এখনো তো কয়দিন বাকি আছে। শেষদিকে অনেক ম্যাকানিজম আছে। সব হিসাব নিকাশ বদলে যেতে পারে। যা ভাবা হচ্ছে তা সব সময় ঘটে না। ব্যাকগ্রাউন্ডে অনেক পলিটিক্স চলছে।

দেখে নিন ৩ প্যানেল:
‘উইন্ড অব চেঞ্জ’: ‘নতুন উদ্যমে, নবরুপে’ স্লোগানে বেসিস নির্বাচনে নিজের প্যানেল ঘোষণা করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। প্যানেলেরসদস্যরা হলেন, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ ফখরুল হাসান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রেজওয়ানা খান, ইনোভেশন ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, রাইট ব্রেইন সল্যুশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ খান এবং এ আর কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান।
টিম হরাইজন:সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বাধীন ‘টিম হরাইজন’ প্যানেলে রয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর, ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান, বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান, জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, ক্রসওয়েজ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম তানভীর আহমেদ, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির এবং সফট পার্কের প্রধান নিবার্হী দেলোয়ার হোসেন ফারুক। এদের মধ্যে দেলোয়ার হোসেন ফারুক এসোসিয়েট সদস্য এবং বাকি ৮ জন জেনারেল সদস্য হিসেবে নির্বাচন করছেন।
টিম দুর্জয়: ‘টিম দুর্জয়’ ঘোষাণা করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম। প্যানেলে রয়েছেন এটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, এলিয়ন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ, সলিউশন নাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সহিবুর রহমান খান, স্টার হোস্টের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিন্ট অব স্টুডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান, চালডালের প্রধান পরিচালনা কর্মকর্তা জিয়া আশরাফ, রেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০ নির্বাচন হবে ৩১ মার্চ।

Exit mobile version