TechJano

বেসিস নির্বাচন ২০১৮ নিয়ে কি বললেন প্রার্থীরা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ২০১৮-২০ সালের কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারি প্রার্থীরা নিজেদের পরিচয় ও নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরেন।
নির্বাচনে অংশ নেয়া ৫ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৪ জন বেসিসের জেনারেল মেম্বার ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এএসএম জামালউদ্দিন, বেসিসের জেনারেল মেম্বার ম্যাক্স আইটির স্বত্বাধিকারি মো. মাহাবুব হাসান, বেসিসের জেনারেল মেম্বার এসটিএম ভিশন ইনফোটেক লিমিটেডের মহাব্যবস্থাপক মো.এনামুল হক সুজন এবং বেসিসের অ্যাসোসিয়েট মেম্বার আজকের ডিল ডটকম লিমিটেডের পরিচালক একেএম ফাহিম মাসরুর নিজেদের পরিচয় ও নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরেন।

বেসিস সদস্যদের সেবায় কাজ করে যাব : ফাহিম মাশরুর

সভায় উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন নির্বাচনে অংশ নেয়া তিন প্যানেলের প্রার্থীরাও। শুরুতে দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার নেতৃত্বাধীন প্যানেল ‘উইন্ড অব চেইঞ্জের’ প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন। উইন্ড অব চেইঞ্জে রয়েছেন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, ডিভাইন আইটি লিমিটেডের চেয়ারম্যান ইকবাল আহমেদ ফকরুল হাসান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সিইউ আবুল দাউদ খান, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের ডিরেক্টর ও সিওও রেজওয়ানা খান, ইনোভেশন ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, রাইট ব্রেইন সল্যুশন লিমিটেডের সিইও নূর মাহমুদ খান এবং এআর কমিনিকেশনস প্রধান নিবার্হী এম আসিফ রহমান।

বেসিসকে নতুন উচ্চতায় নিয়ে যাব: লুনা শামসুদ্দোহা

‘টিম দুর্জয়’ এর নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম। প্যানেলে রয়েছেন এটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, এলিয়ন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ, সলিউশন নাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সহিবুর রহমান খান রানা, স্টার হোস্টের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিন্ট অব স্টুডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান, চালডালের প্রধান পরিচালনা কর্মকর্তা জিয়া আশরাফ, রেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান।

সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: মোস্তফা রফিকুল ইসলাম

মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বাধীন প্যানেল ‘টিম হরাইজন’ এর প্রার্থীরা উপস্থিত ছিলেন। টিম হরাইজনে আছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান, বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান, জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, ক্রসওয়েজ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম তানভীর আহমেদ, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির এবং সফট পার্কের প্রধান নির্বাহী দেলোয়ার হোসেন ফারুক। এঁদের মধ্যে দেলোয়ার হোসেন ফারুক অ্যাসোসিয়েট সদস্য এবং বাকি আটজন জেনারেল সদস্য হিসেবে নির্বাচন করছেন।

উন্নয়ন ধরে রাখতে কাজের ধারাবাহিকতা দরকার: সৈয়দ আলমাস কবীর

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০২০ নির্বাচন হবে ৩১ মার্চ। নির্বাচন ঘিরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে শুরু হয়েছে আলোচনা।

Exit mobile version