TechJano

ভাই শাওমি কই?

ভাই এখানে শাওমি কই? আসেনি কেন? শওমির ফোন কিনতে এসেছি। স্মার্টফোনের মেলায় শাওমিকে এভাবেই খুঁজল সবাই। সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বে বেশ জনপ্রিয় হয়েছে চীনের অ্যাপল খ্যাত ব্র্যান্ড শাওমি। নতুন সেট আনছে। দেশে ১০০ তম সি স্টোর খুলেছে। ১৮ জুলাই দেশে অথরাইজড যাত্রা শুরু করবে। দেশে শাওমি ভক্তদের বৎ্রাপক আগ্রহ দেখা গেল। প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মেলার মিডিয়া বুথে এসে জানতে চেয়েছেন মেলায় `শাওমি’ কেন নেই। আমরা শাওমি কিনতে এসেছি।
শুক্রবার ও শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলায় এসে এই চিত্র দেখা গেছে। এই মেলা এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের দশম স্মার্টফোন ও ট্যাব মেলা। আবু সাইদ শাওমির ফোন কিনতে এসে না পেয়ে হতাশ। বললেন, ১৫ হাজার টাকা বাজেট। কিন্তু শাওমি নেই!

শাওমি ভক্তদের জন্য সুখবর আছে: দেওয়ান কানন

মেলায় ফোন কিনতে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যায়ের ছাত্র শিশির। তিনি  জানায়, ঢাকায় তিনদিনের এই স্মার্টফোন ও ট্যাব মেলার ক্যাম্পেইন দেখে বেশ উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু আমি আশহত হয়েছি, যে মেলায় শাওমি মোবাইল এর কোনো স্টল নেই।
এছাড়াও শাওমি ফোন সম্পর্কে জানতে চেয়েছেন, খিলগাঁও মডেল কলেজ-এর চতুর্থ বর্ষের ছাত্র মানিক ভূঁইয়া। তার ভাষ্য, ‘শাওমি দেশের এখন এক নাম্বার তরুণ ব্র্যান্ড। তারা থাকবে না এটা মানা যায় না। আমি শাওমি ফ্যান। আমি বর্তমানে শাওমি ‘এমএজে ১৩৮ মডেলটি ব্যবহার করছি। যার ইউজার অভিজ্ঞতা অনেক ভালো। তাই নতুন একটি মডেল কিনতেই মেলায় আসছিলাম। ’

Exit mobile version