TechJano

মাতৃভাষা দিবস উপলক্ষে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “সিটি ইউনিভার্সিটি” “কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি” বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল “২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৮” যা সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত। দেশের ৬৫ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। কনটেস্ট ডিরেক্টর দায়িত্ব পালন করেন সি এস ই বিভাগীয় প্রধান মোঃ সাফায়েত হোসেন । ফেব্রুয়ারী ২১, ২০১৮ তারিখে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘন্টা ব্যাপী কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজ (vjudge.net) এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। কনটেস্ট লিংক: https://vjudge.net/contest/211323 তারিখ: ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ (বুধবার ) সময়: বিকাল ৪:০০ টা থেকে রাত ১০:০০ টা
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে সাইফুল্লাহ তালুকদার (বাংলাদেশ প্রৌকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট), রবিউস সানি রিজোন (মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি – এম আই এস টি), প্রান্ত দাস (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি). ১২ টি প্রোগ্রামিং প্রব্লেম এর মধ্যে ৭টি প্রোগ্রামিং প্রব্লেম সল্ভ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং তৃতীয় স্থান অধিকারী ৬ টি প্রোগ্রামিং প্রব্লেম সমাধান করে।
কনটেস্ট লিংক: https://vjudge.net/contest/211323
কনটেস্ট রেজাল্ট রেঙ্কিং : https://vjudge.net/contest/211323#rank
ফেসবুক পেইজ : https://www.facebook.com/events/340090756474884/

Exit mobile version