TechJano

মেহজাবীনের বিয়ে, পাত্র প্রেমিক

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী ও মডেল মেহজাবীন চৌধুরী প্রেম করছেন। পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব তাঁর প্রেমিক। মেহজাবীন ও রাজীবের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গ এড়িয়ে যান।

একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে। কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তাঁরা নীরব।

হঠাৎ করে কয়েক বছর ধরে তাঁদের নিয়ে গুঞ্জন, মেহজাবীন ও রাজীব বিয়ে করেছেন! তাঁরা সংসারও করছেন। এসব যখন চর্চিত হচ্ছিল, তখন কৌশলে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। গতকাল সোমবার মেহজাবীনের স্বীকারোক্তি, তিনি বিয়ে করছেন, পাত্র আদনান আল রাজীব—যাঁর সঙ্গে কয়েক বছর ধরে তাঁর প্রেমের গুঞ্জন। অবশেষে মেহজাবীনের স্বীকারোক্তিতে কয়েক বছর ধরে চলতে থাকা সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিয়েছে।

২০০৯ সালের লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন সবার নজরে আসেন। নাটক, বিজ্ঞাপনচিত্র, ফটোশুটে নিয়মিত কাজ করেন। কাজের মধ্য দিয়ে মেহজাবীন সমসাময়িকদের তুলনায় এগিয়ে যান। পান জনপ্রিয়তা, হয়ে ওঠেন দর্শকের প্রিয়মুখ। ১৬ বছরের পেশাদার অভিনয়জীবনে এই অভিনয়শিল্পীকে নিয়ে সাত বছরের বেশি সময় ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন।

আদনান আল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। জানতে চাইলেও বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন।

গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তাঁর পরিচয় হতে পারত না। তিনি তাঁর জীবনের সেরা একটি অংশ। এবার জানা গেল, বিনোদন অঙ্গনের এ দুই তারকা বিয়ে করছেন। ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান আর পরদিন তাঁদের বিয়ের অনুষ্ঠান।

নজরকাড়া কারুকাজের লাল স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে জুটি হয়েছে গোলাপি-লাল ডুয়েল শেডের শাড়ি। সফট গ্ল্যাম মেকআপ, টানা দেওয়া দুল, স্লিক বান হেয়ারস্টাইল আর লাল নেইল পলিশে সেজেছেন মেহজাবীন।

মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন তাঁদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

 

Exit mobile version