TechJano

মোবাইল বিকিরণ ‘প্রভাব ফেলতে পারে’ স্মৃতিতে

মোবাইল ফোনের বিকিরণ কিশোর কিশোরীদের স্মৃতিতে প্রভাব ফেলতে পারে, এমন তথ্যই উঠে এসেছে নতুন এক গবেষণায়। মোবাইল ফোনের বিকিরণ (আরএফ-ইএমএফ – বিদ্যুতচৌম্বকীয় ক্ষেত্র ও বেতার তরঙ্গ) ও কিশোর কিশোরীদের স্মৃতিশক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন সুইস ট্রপিকাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট-এর গবেষকরা।

মোবাইল ফোনের বিকিরণ (আরএফ-ইএমএফ – বিদ্যুতচৌম্বকীয় ক্ষেত্র ও বেতার তরঙ্গ) ও কিশোর কিশোরীদের স্মৃতিশক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন সুইস ট্রপিকাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট-এর গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, এক বছরের কিছুটা বেশি সময়ের মধ্যেই তরুণ তরুণীদের স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে স্মার্টফোনের বিকিরণ– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

দলটির গবেষক মার্টিন রুজলি বলে, “এর থেকে ধারণা করা যেতে মস্তিষ্কের শোষণ করা আরএফ-ইএমএফ এমন প্রভাবের কারণ।” এক বছর ধরে চলা এই গবেষণায় ১২ থেকে ১৭ বছর বয়সের ৭০০ কিশোর-কিশোরীকে নেওয়া হয়েছে। স্মার্টফোনের বিকিরণ তাদের স্মৃতিতে কোনো প্রভাব ফেলছে কিনা তা দেখা হয়েছে এই গবেষণায়।

ফলাফলে উঠে এসেছে কানে মোবাইল ফোন ধরে কথা বলে সময় পার করলে তাদের স্মৃতিশক্তিতে প্রভাব পড়ছে। তবে, স্মার্টফোনে বার্তা আদান প্রদান বা গেইম খেলায় স্মৃতিশক্তিতে প্রভাব পড়ে না বলে জানানো হয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, স্মৃতিশক্তিতে প্রভাব ফেলার ক্ষেত্রে অন্যান্য বিষয় ভূমিকা রাখছে কিনা তা নিয়ে আরও গবেষণা করতে হবে।

Exit mobile version