TechJano

মোস্তাফা জব্বারের সঙ্গে চীনের জেডটিই প্রতিনিধি দলের সাক্ষাৎ

চায়না ভিত্তিক টেলিকম ইকুইপমেন্ট সরবরাহকারী খ্যাতনামা প্রতিষ্ঠান জং জিং টেলিকম ইকুইপমেন্ট (জেডটিই) এর গ্লোবাল সিইও মি. জু জিয়াং (Xu Ziyang) এর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল আজ ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে তার আগারগাঁওস্থ আইসিটি ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় তারা বাংলাদেশ (জেডটিই) এর চলমান প্রকল্পসমূহ বিশেষ করে আইসিটি বিভাগের ডেটা সেন্টার প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেডটিই এর সিইও আইসিটি বিভাগের অধীন ডেটাসেন্টার প্রকল্পের কাজ চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় তারা আরও জানান টেলিকম বিভাগের আওতাধীন বিটিসিএল এর মর্ডানাইজেশন অফ টেলিকমিনিকেশন (এমওটিএন) প্রকল্পের বাস্তবায়নের কাজ অতিদ্রুত শুরু হতে যাচ্ছে। এছাড়াও তারা বাংলাদেশে স্মার্ট সিটি প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেডটিই এর বাংলাদেশ অফিসে এর সিইও মি. লিউ ওয়েনচেন (Liu-Wen Chang) এবং পরিচালক এ.বি.এম. রেজা ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Exit mobile version