TechJano

ম্যারিকোর কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পাশে থাকার উদ্যোগ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস, বাংলাদেশেও এই ভাইরাস সংক্রমণের প্রকোপ শুরু হয়ে গেছে। জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল, রোববার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

এর আগে প্রাণঘাতী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে ম্যারিকো।

রবিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল ও প্রধান অর্থ কর্মকর্তা ইলিয়াস আহমেদ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন।

ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, “আমরা সবাই এক কঠিন সময় পার করছি। এসময়ে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে সম্ভাব্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কেবল আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোভিড ১৯-এর বিরুদ্ধে এই লড়াইয়ে সফল হতে পারবো। এই অনুদান জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের প্রতি আমাদের ক্ষুদ্র অবদান।এ সংকট মোকাবিলায়  আমরা আমাদের কর্মী, ভোক্তা এবং সমাজের জন্য যথাসাধ্য চেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করতে পূর্বসতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ম্যারিকো বাংলাদেশ তার কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বাস্তবায়ন করেছে, অত্যাবশকীয় পণ্যের উৎপাদন অব্যাহত রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত কর্মক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করে কারখানার অপরিহার্য কার্যক্রম চালু রাখতে শুধুমাত্র অপরিহার্য লোকবল কাঠামো বাস্তবায়ন করেছে এবং সকল কর্মীকে ব্যক্তিগত সুরক্ষার উপকরণ সরবরাহ করেছে। ম্যারিকো বাংলাদেশ প্রত্যেক কর্মীকে অগ্রিম বেতন এবং ডিস্ট্রিবিউটর ও আউটসোর্স কর্মীদের নিঃশর্ত মানবিক ভাতা প্রদান করেছে।

 ফটো ক্যাপশনঃ

বাম থেকেঃ ম্যারিকো বাংলাদেশ-এর প্রধান অর্থ কর্মকর্তা ইলিয়াস আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এবং ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল .

ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ২৬টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে

সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে। সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া ও নেপালে রপ্তানী করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি।

প্রতিষ্ঠানটি মুনাফার ১% করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শিক্ষা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অক্ষমতা দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Exit mobile version