TechJano

রিয়েলমি বাডস এয়ার নিও আগামিকাল বাজারে আসছে

টেক-ট্রেন্ডসেটিং স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আগামিকাল ২১ জুন, ২০২০ একটি অনলাইন লঞ্চের মাধ্যমে সঙ্গীত প্রেমীদের গান উপভোগের অভিজ্ঞতাকে আরো চমকপ্রদ করতে বাজারে আনছে রিয়েলমি বাডস এয়ার নিও ।

রিয়েলমি পার্সোনাল, সোশ্যাল এবং ট্রাভেল – তিনটি ক্ষেত্রেই তরুণ ভোক্তাদের টেক-ট্রেন্ডসেটার লাইফস্টাইলের জন্য নানান এআইওটি সামগ্রীও নিয়ে আসছে।

গেল মে মাসে কোম্পানিটি ১ মিলিয়ন স্মার্ট অডিও এআইওটি পণ্যের বিক্রয়ের রেকর্ড করে।

চমৎকার পারফরম্যান্সের জন্য এই ডিভাইজে ব্যবহার করা হয়েছে ‘আর ওয়ান’ অডিও চিপসেট এবং ব্যবহার হয়েছে ব্লুটুথ ৫.০। ফলে, এটি একই সাথে একাধিক ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে। একবার চার্জে নিরবচ্ছিন্নভাবে ৩ ঘন্টা গান শোনা যাবে, আর চার্জিং কেস ব্যবহারে এ সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘন্টায়। উন্নত মাল্টি-লেয়ার কম্পোজিট ডায়াফ্রাম এবং বড় ১৩ মিলিমিটার ড্রাইভারের ব্যবহারে বেইস বুস্ট নিশ্চিত করে গান শোনা, মুভি দেখা কিংবা গেমিং-কে করবে আরো মজাদার।

আপনি কিন্তু চাইলেই রিয়েলমির পক্ষ থেকে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। যা করতে হবে- গুগলে ‘রিয়েলমি বাডস এয়ার নিও’ অনুসন্ধান করে স্ক্রিনশট নিতে হবে। পরবর্তীতে স্ক্রিনশটটি নিজের ফেসবুক ওয়াল এবং রিয়েলমি বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক কমিউনিটিতে হ্যাশট্যাগ হিসেবে #TrendSetterBudsAirNeo ব্যবহার করে পোস্ট করতে হবে। লটারির মাধ্যমে প্রাপ্ত ভাগ্যবান বিজয়ী পাবেন রিয়েলমি এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার। ৩০ জুন, ২০২০ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। উল্লেখ্য, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে স্মার্টফোনের বাজারে প্রবেশ করে মাত্র দুই বছরে রিয়েলমি ২৭টি দেশ এবং বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে সাড়ে ৩ কোটিরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে।

Exit mobile version