TechJano

রেডমি ৯ সিরিজ আসছে

রেডমি সিরিজে নতুন ফোন উন্মোচন করতে চলেছে শাওমি। এই সিরিজের অধীনে লঞ্চ হবে রেডমি৯, রেডমি৯এ ও রেডমি ৯সি। সম্প্রতি ইন্টারনেটে এই তিন ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন উন্মোজন করবে শাওমি।

২৫ জুন ভারতে উন্মোচন করা হবে এই ফোনগুলোর সিরিজ।

এফসিসি ওয়েবসাইটে আগত এই রেডমি ৯ এ ফোনের মডেল নম্বর M2006C3LG। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটি এমআইইউআই ১২ ইন্টারফেসের সাথে আসবে। এতে 4G সাপোর্ট থাকবে। এছাড়াও ফোনে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটি ডুয়েল সিম সাপোর্টের সাথে আসবে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে এই ফোনটি রেডমি ৮এ ডুয়েল এর আপগ্রেড ভার্সন হবে।

এদিকে Mysmartprice এর রিপোর্ট অনুযায়ী, Redmi 9A একটি সিঙ্গেল ব্যান্ড ফোন হবে, এতে ২.৪জি ওয়াই-ফাই কানেক্টিভিটি থাকবে। ফোনের সাইজ হবে ৬৪ এমএম x ৭৭.০৭ এমএম x ১৫ এমএম। এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। যদিও কোম্পানির তরফে ফোনের ফিচার জানানো হয়নি।

Exit mobile version