TechJano

লকডডাউন হলো অনলাইন শপ রকমারি কর্মীদের অগ্রিম বেতন দিয়ে

অফলাইনেই নয়, এবার অনলাইনেও নিজেদের লকড ডাউন করলো বই বেচাকেনার জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডটকম। আগামী ৩০ মার্চ পর্যন্ত সেবা দেয়া বন্ধ রাখার ঘোষণা দিলো প্রতিষ্ঠান। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সকল কর্মীর চলতি মাসের বেতনও অগ্রিম প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন রকমারি ডটকম এর হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনবাউন্ড মার্কেটিং মাহমুদুল হাসান সাদী।

রোববার (২২ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাই সকলেই সুস্থ্য থাকুক নিরাপদে থাকুক। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের কর্তব্য, কারন আমরা সবসময়ই বলি আমরা পরিবার। তাই আমাদের সকল কর্মীর এই মাসের বেতনও অগ্রিম প্রদান করা হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদী বলেন, কারো পরিবার কোন ধরনের উৎকন্ঠায় থাকুক সেটাও আমরা চাই না। অনেক গ্রাহক পার্সেল গ্রহণ করাকেউ নিরাপদ মনে করছেন না। তাদের এই সচেতনতা বোধকেও সম্মান জানাই। অর্ডার ডিলে হওয়ার এই বিড়ম্বনাটুকু সম্মানিত গ্রাহকদের মেনে নেয়ার অনুরোধ জানাই।

Exit mobile version