বিশ্বখ্যাত কম্পিউটার এক্সেসরিস, পেরিফেরালস্, গেমিং ও ভিডিও কনফেরেঞ্চিং ইক্যুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক সম্প্রতি বাংলাদেশে এক্সেল টেকনোলজিস লিমিটেড-কে তাদের পরিবেশক হিসেবে নিযুক্ত করেছে। এ উপলক্ষে গত বুধবার, ১২ সেপ্টেম্বর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে লজিটেক-এর কাটিং-এজ প্রডাক্টসহ অন্যান্য ক্যাটাগরির প্রডাক্ট অবমুক্তকরণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে India & South-West Asia at Logitech-এর Managing Director & Cluster Head সুমন্ত দত্ত, বাংলাদেশ কম্পিউটার সামিতি’র সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং এক্সেল টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বক্তব্য রাখেন। এতে India & South-West Asia at Logitech-এর Cluster Category Head অশোক জাংরা লজিটেক-এর প্রডাক্ট রেঞ্জের উপর বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন। তাছাড়া South West Asia-তে লজিটেক-এর Regional Marketing Manager রিত্ত্বিক কবিরাজ, বাংলাদেশে লজিটেক-এর Channel Manager মো. তারেকুল হক নিপু এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি ও BACCO-এর কার্যনির্বাহী কমিটির পরিচালকবৃন্দসহ ঢাকা ও সারাদেশ থেকে আগত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা ও শিল্পের সাথে সংশ্লিষ্ট আড়াই শতাধিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাটিং প্রডাক্ট অবমুক্তকরণ এই অনুষ্ঠানে সুমন্ত দত্ত বলেন, এক্সেল টেকনলজিস লিমিটেড-কে পরিবেশক হিসেবে নিযুক্ত করে লজিটেক অন্যতম শরীক হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়নে অধিকতর অবদান রাখতে সক্ষম হবে। এ ক্ষেত্রে, বিশেষ করে লজিটেক-এর অত্যাধুনিক ভিডিও কনফেরেঞ্চিং সিস্টেম অত্যন্ত কর্যকার ভূমিকা রাখবে। ইঞ্জিনিয়ার সুব্রত সরকার তার বক্তব্যে বলেন, লজিটেক-এক্সেল পার্টনারশীপের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা-বাণিজ্যে এক নবদিগনন্ত উন্মোচিত হলো। আমরা এই পার্টনারশীপকে অভিনন্দন জানাই, তাদের সফলতা কামনা করি। অনুষ্ঠানে আগত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গৌতম সাহা বলেন, অন্যান্য প্রডাক্টের ন্যায় লজিটেক প্রডাক্টও দেশব্যাপী বিস্তৃত চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে বরাবরের মত আমাদের উইন-উইন নীতি এবং চ্যানেল পার্টনারসহ প্রান্তিক ব্যবহারকারীদের স্বার্থ সংরক্ষণ ব্যবস্থা অব্যাহত থাকবে।
বক্তব্য পর্বশেষে বিশ্ববরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ কর্তৃক মনমুগ্ধকর জাদু প্রদর্শনীর মাধ্যমে লজিটেক-এর কাটিং-এজ প্রডাক্টসমূহ অবমুক্ত করা হয়।