TechJano

শত কোটির মাইলফলক অতিক্রম করবে উইন্ডোজ ১০

বর্তমানে পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ কম্পিউটার ‘উইন্ডোজ ১০’ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এরই সর্বশেষ সংস্করণ রেকর্ডের পথে।

এ বছরের মার্চ মাসে ‘উইন্ডোজ ১০’-এর ব্যবহারকারী সংখ্যা ছিল ৮০ কোটি। মাত্র ৬ মাসের ব্যবধানে আরও ১০ কোটি নতুন ডিভাইস যোগ হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২০ সালের মধ্যে ‘উইন্ডোজ ১০’ ১০০ কোটি ডিভাইসে চলবে।

এ বিষয়ে মাইক্রোসফট জানায়, এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছর অর্থাৎ ২০২০ সালের প্রথম দিকে মাইক্রোফসফট শত কোটির মাইলফলক অতিক্রম করবে।

২০১৫ সালে ‘উইন্ডোজ ১০’ যাত্রা শুরু করে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও এক্সবক্স ওয়ান সবগুলো ডিভাইসেই ‘উইন্ডোজ ১০’ চলবে। এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ১০০ কোটি ছাড়ালেই ২০২০ সালের জানুয়ারি মাসে ‘উইন্ডোজ ৭’ বন্ধ করে দেওয়া হবে। কেননা অনেক ব্যবহারকারীই ‘উইন্ডোজ ৭’-এর পরিবর্তে ‘উইন্ডোজ ১০’ ব্যবহার করছেন।

Exit mobile version