TechJano

শাওমির মি মিক্স থ্রি-ভালো নাকি বেশি ভালো?

ফোন নিয়ে শাওমি দারুণ পরীক্ষা চালাচ্ছে। শাওমির মি মিক্স থ্রি তারই প্রমাণ। স্মার্টফোনের বড় সাইজ যাকে বলে সেই ফ্যাবলেটে এবার শাওমি গেল মি ম্যাক্স থ্রি দিয়ে।
এটি একটি সাশ্রয়ী দামের ডিভাইস। এতে শক্তিশালী ব্যাটারি সংযোজন করা হয়েছে। মি ম্যাক্স থ্রিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের উপরে কোনও কালো নচ থাকবে না। নীল, সোনালি ও কালো এই তিন রঙে মিলবে এই বাজেট ফ্যাবলেট।
এই ফোনের প্রধান আকর্ষণ হল এটির ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। একটি ১২ মেগাপিক্সেলের। অন্যটি ৫ মেগাপিক্সেলের। এরই সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাকআপের জন্য ফ্যাবলেটটিতে রয়েছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
এই ফোনটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি রম ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।
ডুয়াল সিম Mi Max 3-এ রয়েছে Android অপারেটিং সিস্টেমের সঙ্গে Xiaomi-র নিজস্ব MIUI স্কিন। সঙ্গে রয়েছে অক্টাকোর Snapdragon ৬৩৬ চিপসেট।
চীনে মি ম্যাক্স থ্রির ৪ জিবি র‌্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,৬৯৯ ইয়েন। আর ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,৯৯৯ ইয়েন।
বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে এখনো জানায়নি শাওমি।

Exit mobile version