TechJano

শাওমির রেডমি ১০ (২০২২) সংস্করণ দেশে তৈরী হচ্ছে

বাংলাদেশে স্মার্টফোন তৈরির ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় স্মার্টফোন আনছে শাওমি। গত বছরের শেষের দিকে নিজেদের কারখানায় তৈরি প্রথম স্মার্টফোন রেডমি ৯এ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, শাওমি চলতি মাসেই দেশে তৈরি তাদের দ্বিতীয় স্মার্টফোন উন্মোচন করবে।

বিটিআরসি’র সূত্রে জানা গেছে, শাওমির নতুন মডেলের নাম হতে পারে রেডমি ১০ (২০২২) সংস্করণ। ফোনটি ইতিমধ্যে বিটিআরসি এর প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে, এফএইচডি প্লাস ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সহ ফোনটিতে ৫০০০মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। দেশে তৈরী দ্বিতীয় স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও মুখ খোলেনি শাওমি বাংলাদেশ কর্তৃপক্ষ। এমন কি ফোনটির দাম কত হতে পারে সে সম্পর্কেও কোনো ধারণা দেয়নি। তবে দেশের সব শ্রেণির মানুষের কথা বিবেচনার পাশাপাশি দেশে তৈরী হওয়ায় ফোনটির দাম আকর্ষণীয় হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বিভিন্ন গ্লোবাল নিউজ থেকে জানা গেছে, রেডমি ১০ (২০২২) সংস্করণের স্মার্টফোনটি বিশ্বের অন্য কোথাও এখনও উন্মোচন করেনি শাওমি। বাংলাদেশ ছাড়াও রেডমি ১০ (২০২২) সংস্করণ ভারতের বাজারেও আসছে। তবে ভারতের বাজারে কবে উন্মোচন করা হবে সে তথ্য জানা যায় নি। গিকবেঞ্চের তালিকা অনুসারে আসন্ন রেডমি স্মার্টফোনটি ৪জিবি র‍্যামের সাথে মিডিয়াটেক হেলিও জি৮৮ এসওসি প্রসেসর থাকবে। ফোনটির অপারেটিং সিষ্টেম অ্যান্ড্রয়েড ১১ হতে পারে। মিইউআই ১৩ থাকবে কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায় নি।

Exit mobile version