TechJano

শাওমি লকডাউনের মধ্যেই স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু করল

লকডাউনের মেয়াদ বাড়ানো কয়েকটি জিনিসে ছাড় দিয়েছে ভারত সরকার। নির্বাচিত এলাকায় ব্যবসা শুরু করার সবুজ সংকেত মিলেছে। বিশেষ করে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ধীরে ধীরে ব্যবসা শুরুর অনুমতি দেওয়া হয়েছে। যদিও রেড জোনে আগের মটই কড়াকড়ি থাকবে। এবার শাওমির তরফ থেকে জানানো হয়েছে অরেঞ্জ ও গ্রিন জোনের গ্রাহকরা শাওমি, রেডমি. পোকো স্মার্টফোন অর্ডার করতে পারবেন।

টুইটারে শাওমি জানিয়েছে দেশের অরেঞ্জ ও গ্রিন জোনে শিপিং শুরু করেছে কোম্পানি। শুধুমাত্র অরেঞ্জ ও গ্রিন জোনের পিন কোডেই ডেলিভারি হবে। এখনই রেড জোনের গ্রাহকরা শাওমি প্রোডাক্ট কিনতে পারবেন না। কোম্পানির প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন আমাজন ও ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে।

ভারতে পোকো প্রধান সি মনমোহন জানিয়েছেন ফ্লিপকার্ট থেকে পোকো এক্স২ বিক্রি শুরু হয়েছে। যদিও শুধুমাত্র অরেঞ্জ ও গ্রিন জোনেই ডেলিভারি শুরু হয়েছে। Mi.com থেকে শুধুমাত্র পেমেন্ট করে অর্ডার করা যাবে। কতদিনে প্রোডাক্ট ডেলিভারি হবে তা স্থানীয় প্রশাসনের উপরে নির্ভর করছে। এছাড়াও নির্বাচিত পিন কোডে জরুরি জিনিস ছাড়াও ডেলিভারি শুরু করেছে আমাজন ও ফ্লিপকার্ট।

Exit mobile version