TechJano

শিক্ষার্থীদের জন্য জবপ্লেসমেন্ট সেল গঠন করলো ড্যাফোডিল পলিটেকনিক

৮ই অক্টোবর ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের চাকরির সুযোগ তৈরির উদ্দেশ্যে এবং আত্ম উন্নয়নের লক্ষ্যে Job Placement Cell এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রথম জব পোর্টাল ঝশরষষ.লড়নং এর সহায়তায় জব প্রত্যাশীগন পাবে তাদের কাক্সিখত জব এবং জব দাতাগন পাবে তাদের প্রত্যাশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার । এছাড়াও চলমান শিক্ষার্থীদের জন্য থাকছে পার্টটাইম ও ভলেন্টিয়ার জবের সুবিধা। Job Placement Cell এবং Skill.jobs এ শিক্ষার্থীরা তাদের সিভিগুলি পাঠিয়ে পেয়ে যেতে পারে তাদের কাক্সিখত জব ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থিত ছিলেন কে এম হাসান রিপন, উপদেষ্টা, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট, ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম, অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট, অপারেশনাল ম্যানেজার Skill.jobs আব্দুল্লাহ আল মামুন বাদশা । উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মকতা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version