TechJano

সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোন ম্যাজিক ভি৩ নিয়ে আসছে অনার বাংলাদেশ

২০২৪-এ বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। টাইম ম্যাগাজিনের বেস্ট ইনভেনশনস অব ২০২৪ হিসেবে স্বীকৃত, আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী এই স্মার্টফোনটি এখন উদ্ভাবনের নতুন উদাহরণ হিসেবে বাংলাদেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নিয়ে আসা হচ্ছে।

স্মার্টফোনে উদ্ভাবনকে নতুনভাবে তুলে ধরতে অনার ম্যাজিক ভি৩-তে আলট্রা-স্লিম ডিজাইন নিয়ে এসেছে অনার। এতে করে ফোনটি ফোল্ড করা অবস্থায় ৯.২ মিলিমিটার ও ফোল্ড না করা অবস্থায় ৪.৩৫ মিলিমিটার আকারে থাকবে।

মাত্র ২২৬ গ্রাম ওজনের এই ফোনটিতে অ্যারোস্পেস-গ্রেডের ফাইবার দিয়ে তৈরি আর্মর ব্যবহার করা হয়েছে, যা এর ইমপ্যাক্ট রেজিজট্যান্সকে ৪০ গুণ বৃদ্ধি করতে সক্ষম। ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিতে আইপিএক্স৮ ব্যবহার করা হয়েছে, যা পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে।

অনার ম্যাজিক ভি৩’র ৬.৪৩ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে ও ৭.৯২ ইঞ্চির ইন্টারনাল ফোল্ডেবল স্ক্রিন, এই দুটিতেই ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে অনন্য এ ডিসপ্লে।

পাশাপাশি, এর ট্রিপল-ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৩.৫X অপটিক্যাল জুম সহ ২০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাবলীলভাবে সেলফি ও ভিডিও ধারণ নিশ্চিতে এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এগুলোর এআই-সমৃদ্ধ মোশন সেন্সিং টেকনোলজি ব্যবহারকারীর তোলা ছবিকে আরও নিখুঁত ও ঝকঝকে করে তুলবে।

অনার ম্যাজিক ভি৩-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। ফোনটিতে ১২ জিবি বা ১৬ জিবি র‍্যামের পাশাপাশি, ২৫৬ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে। একইসাথে, এতে ৫,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিতে ৬৬ ওয়াটের ওয়্যারড সুপারচার্জ ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে।

আর অনবদ্য এই স্মার্টফোনটির প্রি-বুকিং আগামী ০১ মার্চ থেকে শুরু হয়ে ০৫ মার্চ পর্যন্ত চলবে; ০৬ মার্চ থেকে ফোনটির ডেলিভারি শুরু হবে। প্রি-বুকিং দিলেই প্রত্যেক ক্রেতা একদম বিনামূল্যে পাবেন একটি ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার।

Exit mobile version