TechJano

সবার আগে ফাইভজি ফোন আনলো হুয়াওয়ে

চীনে নিজেদের প্রথম ফাইভজি ফোন ‘মেট২০ এক্স ফাইভজি’ উন্মোচন করেছে হুয়াওয়ে। গত বছর উন্মোচন করা অক্টোবরে মেট২০ প্রোয়ের ফাইভজি সংস্করণ এটি।  ফাইভজি কানেক্টিভিটি বাদে মেট২০ প্রোয়ের সঙ্গে ফোনটির তেমন কোনো পার্থক্য নেই। ফাইভজি সংস্করণে শুধু বাদ পরেছে হেডফোন জ্যাক। এছাড়াও, আগের চেয়ে ব্যাটারির শক্তি কমিয়ে ৫০০০ এমএএইচ থেকে কমিয়ে করা হয়েছে ৪২০০ এমএএইচ।

মেট২০ এক্স ফাইভজি ফোনটির দাম ৯০১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৫ হাজার ৬৮৪ টাকা)। ইতোমধ্যে মেট২০ এক্স ফাইভজি ফোনটির বিক্রি শুরু হয়েছে যুক্তরাজ্যের বাজারে।

ফাইভজি ফোনের পাশাপাশি প্রথম বারের মতো নিজস্ব অপারেটিং সিস্টেমসহ স্মার্ট টিভি আনার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী মাসে এই টিভি উন্মোচন করা হবে। টিভি সিরিজের নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট স্ক্রিনস’।

এর আগে হুয়াওয়ে জানায়, গুগলের অ্যান্ড্রয়েডের পরিবর্তে স্মার্টফোনে হংমেং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। কিন্তু হুয়াওয়ের এক কর্মকর্তা চলতি মাসে জানান, হুয়াওয়ে অ্যান্ড্রয়েডই ব্যবহার করতে চায়। হংমেং স্মার্টফোনের জন্য নয়, বরং স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে এমন ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করবে।

 

Exit mobile version