TechJano

সহিবুর রহমান খান রানা যা করতে চান

এবার বেসিসের নির্বাচনে লড়ছেন সহিবুর রহমান খান রানা। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে, দেশের তথ্যপ্রযুক্তি খাতে নতুনদের পাশে থাকতে চান। উদ্যোক্তাদের জন্য কাজ করতে চান। কিন্তু এজন্য একটা সুযোগ দরকার। তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এবারের নির্বাচনের প্রার্থী সংখ্যা অন্যান্যবারের চেয়ে বেশি। তিনটি প্যানেলের হয়ে লড়ছেন অধিকাংশই। এর বাইরে কেউ আবার স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। তিনটি প্যানেলের একটি হচ্ছে ‘টিম দুর্জয়’। এই প্যানেলে রয়েছেন ৯ জন প্রার্থী। তাঁর মধ্যে সল্যুশন নাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সহিবুর রহমান খান রানা অন্যতম। তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী রানা বলছেন, নতুন উদ্যোক্তারা যেসব বাঁধার সম্মুখ হন সেসব বিষয় এবং তা থেকে কীভাবে ‍উতরে যাওয়া সম্ভব তা আমি জানি। এ কারণে বেসিসের মাধ্যমে নতুন ও তরুণ আইটি ব্যবসায়ীদের জন্য কাজ করতে চাই। যেহেতু বেসিস হচ্ছে এমন একটি সংগঠন, যেটির মাধ্যমে সহজে এ খাতের উদ্যোক্তাদের সহায়তা করা যায়।দুইটি বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। দেশে সফটওয়্যার মার্কেটিং এজেন্সি গড়ে তোলা এবং অ্যাকসেস টু ফিন্যান্স ব্যবস্থা আরও সহজ করা।

Exit mobile version