TechJano

সাধারণ ডিজাইনে ফিরে এলো স্কাইপ

গত বছর যে ফিচার যোগ করেছিল এবার সে ফিচার বাদ দিল স্কাইপ। এর ফলে আগের মতো সাধারণ ডিজাইনে ফিরে এলো অ্যাপটি। আগের ক্লাসিক ব্লু -থিম ফিরে এসেছে এই কলিং সার্ভিসে। খবর এনডিটিভির

গত বছর যোগ করা ফিচার গ্রাহকের বুঝতে আসুবিধা হয়েছে, তাই সাধারণ ডিজাইনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এই মেসেজিং অ্যাপ। এর সাথেই আগের বছরে লঞ্চ হওয়া স্নাপচ্যাটের মতো স্টোরি ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

এক ব্লগ পোস্টে স্কাইপ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত বছর আমরা ডিজাইনে কিছু পরিবর্তন নিয়ে এসেছিলাম। কিন্তু গ্রাহক এই ডিজাইনে স্বাচ্ছন্দ বোধ করেন নি। অ্যাপ থেকে কল করা আগের থেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। একই সাথে খুব কম গ্রাহক নতুন স্টোরি ফিচার ব্যবহার করেছেন। তাই এই ফিচার বাদ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফিচার ব্যবহার করা যাবে।’

এর সাথেই এই আপডেটে নতুন নেভিগেশান মডেল যোগ করেছে প্রতিষ্ঠানটি। মোবাইল অ্যাপ থেকে তাড়াতাড়ি চ্যাট ও কল করার জন্য অপশনগুলো নিচে পাঠানো হয়েছে। হাইলাইট সরিয়ে দেওয়ার কারণে আগের থেকে অনেক পরিষ্কার দেখাচ্ছে এই অ্যাপ।

 

Exit mobile version