TechJano

সিক ইন্টারন্যাশনালের নতুন বিনিয়োগ পেল বিডিজবস

দেশের শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস ডট কম-এ নতুন বিনিয়োগ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক কোম্পানি সিক ইন্টারন্যাশনাল SEEK International এর আগে ২০১৪ সনে ২৫% শেয়ার অধিগ্রহণ করেছিল SEEK International এই বছরের এপ্রিল মাসে নতুন ভাবে আরো ১০% বিনিয়োগ করে কোম্পানিটা এই বিনিয়োগের ফলে SEEK International এখন বিডিজবস ডট কমের ৩৫% মালিকানা পেলো ২০১৪ সনে কোম্পানিটি যেই মূল্যে শেয়ার কিনেছিলো, এবারে তার প্রায় দ্বিগুন মূল্যে শেয়ার কিনেছেI নতুন এই লেনদেনে কোম্পানির মূল্য (Valuation) ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা I উল্লেখ্য যে, দেশে যেকোনো আইটি কোম্পানির মধ্যে এই ‘ভ্যালুয়েশন’ এই পর্যন্ত সর্বোচ্চ ।
অস্ট্রেলিয়া ভিত্তিক SEEK ইন্টারন্যাশনাল বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক দেশে চাকরির পোর্টাল পরিচালনা করেI এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, মেক্সিকো, ব্রাজিল, সিঙ্গাপুর, থাইল্যাণ্ড, মালয়েশিয়া সহ ৩০ টির বেশি দেশের প্রধান জব পোর্টালগুলো পরিচালনা করেI SEEK অস্ট্রেলিয়ার শেয়ার মার্কেটে তালিকাভুক্ত প্রধান কোম্পানিগুলোর একটি।
এই প্রসঙ্গে বিডিজবসের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন যে – SEEK এর মতো নামকরা গ্লোবাল কোম্পানি বিডিজবস-এ নতুন বিনিয়োগের মাধ্যমে এটি প্রমান হয়েছে যে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে ভালো ব্যবসা করতে পারেI নতুন এই বিনিয়োগে কোম্পানি আরো সফল ভাবে দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা নিতে পারবে। উল্লেখ্য যে গত ১০ বছরে বিডিজবস-এর মাধ্যমে ১০ লক্ষের বেশি ব্যক্তি তাদের পছন্দের চাকরির ব্যবস্থা করতে পেরেছে ।

Exit mobile version