TechJano

সেবার ২য় বর্ষপূর্তি

দুই বন্ধু – সফল ক্যারিয়ার, আর্থিক নিরাপত্তা ছেড়ে, হাজারো ঝুঁকি নিয়ে হঠাৎ এক অন্যরকম স্বপ্ন বুনতে শুরু করলেন । তাদের স্বপ্নটা ছিল শুধু নিজেদের নিয়ে নয়, বরং পুরো দেশকে নিয়ে, দেশের মানুষ কে নিয়ে ।

২ বন্ধুর এই স্বপ্ন থেকেই সেবা এক্সওয়াইজেড Sheba.xyz –র গল্প ।

২০১০ সাল থেকে শুরু হয় তাদের স্বপ্ন গড়ার এই প্রচেষ্টা । স্বপ্ন বাস্তবায়ন করতে যেয়ে বিসর্জন দিয়েছেন নিজেদের ক্যারিয়ার এবং আর্থিক নিরাপত্তা। ঝুঁকি নিয়েছেন, সম্মুখীন হয়েছেন ঝড় ঝঞ্ঝার ।

তবু এগিয়ে গেছেন স্বপ্ন নিয়ে । প্রথমে সেবার ফাউন্ডাররা নিজেরাই গ্রাহকদের ঘরে ঘরে যেয়ে নিজ হাতে বিভিন্ন ধাপে ধাপে নিজেরাই টেস্টিং করেছেন । এভাবেই কাটে প্রথম ১৪ মাস । মূল্য এবং গুণমান ঠিক করতে নিয়েছেন শত শত ইন্টারভিউ।

অবশেষে ২০১৬ সালে তৈরি হয় Sheba.xyz টিম। সেবার প্রথম অফিস, মিরপুর ডিওএইচএস এ একটি রুমে ৪ জন কর্মচারী নিয়ে শুরু হয় Sheba.xyz –র যাত্রা। এখন সেখানে Sheba.xyz গুলশান হেড অফিসে কাজ করছেন ৭০জন এরও বেশি কর্মচারী । বাংলাদেশে Sheba.xyz এখন সর্ববৃহৎ অনালাইন মার্কেট।

সেবাতে বর্তমানে আছে ২০০০ এরও বেশি সার্ভিস প্রোভাইডার যারা পুরো ঢাকাজুড়ে দিচ্ছেন দৈনন্দিন জীবনের প্রায় সবরকম সার্ভিস। আগামীকাল ২৯ জুলাই হবে Sheba.xyz এর দ্বিতীয় বর্ষপূর্তি।

এই উপলক্ষ্যে সেবার সকলেই মিলে অফিসেই আয়োজন করেছেন সেবার ২ বছর পূর্তির উৎসব। ২০১৮ সালের মধ্যে সেবা ছড়িয়ে পড়বে সমগ্র বাংলাদেশ জুড়ে।

এক স্বপ্নের চেয়ে বড় সেবা এক্সওয়াইজেড : আদনান ইমতিয়াজ হালিম

Exit mobile version