TechJano

স্বাধীনতা দিবসে গুগল জানাল ডুডল দিয়ে শ্রদ্ধা

একবার গুগলের হোমপেজে গিয়েই দেখুন কি হয়? আজ গুগল হোমপেজে গেলেই লাল সবুজের পতাকা দেখতে পাবেন। মন ভরে যাবে। আজ ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এ দিবসটিকে শ্রদ্ধা জানাতে গুগল এ বিশেষ ডুডল প্রদর্শন করছে।
অবারিত সবুজ, সুন্দর পাহাড়ের পটভূমিতে যেমন সুন্দর আমার দেশ আর লাল সবুজের পাতাকা তেমনি শান্তির প্রতীক এদশের মানুষ। সবই গুগল ডুডলে ফুটে উঠেছে। গুগল লেখাটি এদেশের শান্তিপ্রিয় মানুষের মতো সাদা রঙে লেখা। লাল সবুজের বেষ্টনীতে অপরূপ সুন্দন ডুডল এটি। এর আগেও বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে ডুডল প্রকাশ করেছিল গুগল। হুমায়ুন আহমেদ, বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানানো ছাড়াও এই ২৬ মার্চেও ডুডল প্রকাশ করেছে গুগল। বাংলাদেশের পক্ষ থেকে গুগলের এ স্মরণকে ধন্যবাদ জানাই।

Exit mobile version