বাংলাদেশের আকাশ থেকে আজ বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণটি দেখা যাবে। শুক্রবার রাতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি হবে একুশ শতকের (২০০১-২১০০) সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ।এ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এই শতাব্দীতে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ। দেখা যাবে ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদও। এর মাধ্যমে বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব
২৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডে শুরু হওয়া চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে।
কেন্দ্রীয় গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে এবং গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.৬১৪। পেশাদার ফটোগ্রাফাররা এ উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছেন। কিন্তু পেশাদার ছাড়াও হাতে থাকা স্মার্টফোন দিয়েও কেউ চাইলে এই দারুণ মুহূর্তকে বন্দী করতে পারেন।
স্মার্টফোন দিয়ে চন্দ্রগ্রহণের ভালো ছবি তোলার কৌশল জেনে নিন:
- প্রথমেই স্মার্টফোনের ক্যামেরা লেন্সকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখুন।
- চন্দ্রগ্রহণে সবচেয়ে ভালো ছবি পাওয়ার চাবি হলো ট্রাইপড। ট্রাইপডে ছবি তুললে আপনার ছবি ঝাপসা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
- অটো-শ্যুটিং মোডে ছবি তোলা হলে চাঁদের সঠিক রং নাও পেতে পারেন। তাই সাদা ব্যালেন্স এবং শাটার স্পিডের ওপর ভালো নিয়ন্ত্রণ রাখতে প্রো মোড ব্যবহার করুন।
- চাঁদ আপনার কাছ থেকে তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার দূরে। তাই ছবি উজ্জ্বল করতে ফোনের এলইডি ফ্ল্যাশ ব্যবহার করার কোনো দরকার নেই। বরং ফ্ল্যাশ আপনার ছবিকে আরও খারাপ করে দেবে।
- স্মার্টফোনে অনেক অ্যাপ রয়েছে, যেগুলো এক্সপোজার, শাটার স্পিড এবং আইএসও নিয়ন্ত্রণ করতে দেয়। প্রো ক্যাম২, হালিদি (Halide) এদের মধ্যে অন্যতম। তবে এই অ্যাপ সাধারণত বিনামূল্যে পাওয়া যায় না।
- সর্বোচ্চ মেগাপিক্সেলে ছবি তোলার চেষ্টা করুন।
আরও পড়ুন: