TechJano

স্মার্টফোন চার্জার বিস্ফোরণের বাবা-মেয়ের মৃত্যু

স্মার্টফোনের মানহীন চার্জারও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারতের চেন্নাইয়ে এমন একটি ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণে ৯০ বছর বয়সী বৃদ্ধ হাবীব মোহাম্মদ ও তার ৬০ বছর বয়সী মেয়ে মুহারুমিশার মৃত্যু হয়েছে।

জানা গেছে, স্থানীয় বাজার থেকে একটি পুরনো চার্জার কিনে ব্যবহার করছিলেন বাবা-মেয়ে। দু’জনই ছিলেন ফল বিক্রেতা। দিনের কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে ওয়াল সকেটে স্মার্টফোন চার্জে দিয়েছিলেন তারা। এরপর তা বিস্ফোরিত হয় ও ঘরে আগুন ধরে যায়।

আশেপাশে থাকা ব্যক্তিরা বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে মৃত্যু হয় হাবীব মোহাম্মদের। পরে মারা যান মুহারুমিশা। অবশ্য মৃত্যুর আগে পুলিশের কাছে চার্জার বিস্ফোরণ থেকে আগুন ধরার ঘটনা জানাতে পেরেছেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, মশার কয়েল থেকে ধরে যাওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বাবা-মেয়ের। কিন্তু পুলিশের কাছে দেওয়া মুহারুমিশার বক্তব্য অনুযায়ী, স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।

সূত্র: গেজেটস নাউ

Exit mobile version