TechJano

স্যামসাং ডিসপ্লেতে লুকানো ক্যামেরার ফোন আনছে

ডিসপ্লেতে লুকানো ক্যামেরার ফোন আনছে স্যামসাং। প্রযুক্তির হাড়ির খবর আগাম প্রকাশকারী ‘আইচ ইউনিভার্স’ টুইটারে স্যামসাংয়ে আপকামিং ফোন এস ২১ সম্পর্কে এমন তথ্য প্রকাশ করেছে। এই ফোনে দৃশ্যমান কোন ক্যামেরা থাকছে না। ক্যামেরা থাকবে আন্ডার ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লের ভেতরেই। যদিও ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

তবে ফোনটি নিয়ে এখনই সমালোচনা সৃষ্টি হয়ে গিয়েছে। প্রযুক্তিবিদরা বলছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন ভালো হবে না। কেননা, ক্যামেরা ডিসপ্লের নিচে থাকায় আলো কম পাবে। এক রিপোর্টে জানা গেছে, ফোনটি আগস্ট মাসে বাজারে আসতে পারে। যদিও স্যামসাংয়ের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

Exit mobile version