TechJano

হুয়াওয়ে এনজয় ২০ প্লাস আসছে

হুয়াওয়ে মিড বাজেটের বাজারে নিয়ে আসতে যাচ্ছে হুয়াওয়ে এনজয় ২০ প্লাস। ফোনটি ২৪ জুন চীনে উন্মোচন করা হবে। এই ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসতে পারে।

গতকাল চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েবোতে এই ফোনের লঞ্চের তারিখ জানানো হয়। এই ফোন মিডিয়াটেক ডিমেন্সিটি ৮০০ প্রসেসরের সাথে আসবে। কিছুদিন আগেই ৫জি কানেক্টিভিটি সাপোর্টের সাথে এই প্রসেসর লঞ্চ করে মিডিয়াটেক। এটি কোম্পানির মিড রেঞ্জে আসা ৫জি ফোন হবে।

ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের, এর সাথে ৮ + ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা সম্পর্কে জানা যায়নি। পাওয়ারের জন্য এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। যেটি ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসবে।

Exit mobile version