TechJano

হুয়াওয়ে জেড ফ্লিপের প্রতিদ্বন্দ্বি আনছে

আমরা যখন হুয়াওয়ের মেট এক্সএস এর পরবর্তী সংস্করণ দেখার জন্য অধীন আগ্রহে বসে আছি, তখন কোম্পানিটি ক্লামশেল ডিজাইনে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের প্রতিদ্বন্দ্বি আনার সম্ভাবনা বিবেচনা করছে। চীনের জাতীয় মেধাস্বত্ব অফিসে গত এপ্রিলে জমা দেয়া প্যাটেন্ট আবেদন থেকে সেটিই জানা গেছে। খবর জিএসএম এরিনা।

প্রকাশিত ছবি দেখলেন একটিমাত্র বিষয় ছাড়া ফোনটিকে গ্যালাক্সি জেড ফ্লিপের মতোই মনে হয়েছে। এর বাইরের স্ক্রিণটি অধিক বড় এবং বাড়তি অংশ শুধুমাত্র নোটিফিকেশন ও সময় প্রদর্শনের জন্য ব্যবহার হতে পারে।

রেন্ডারে পিছনে দুইটি ক্যামেরা থাকলেও সামনে কোনো ক্যামেরা দেখা যায়নি। তবে বাইরের ডিসপ্লেটি সেলফির ভিউফাইন্ডার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ফোল্ডেবল ডিসপ্লেটিকে যথাসম্ভব ক্লিন রাখার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এটি এখন প্যাটেন্ট পর্যায়ে তাই আদৌ ফোনটি সামনে আসবে কিনা তার কোনো শক্ত প্রমাণ নেই। এ বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

Exit mobile version