TechJano

হুয়াওয়ে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে

দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং-কে ছাড়িয়ে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে পৌঁছেছে চীনা ব্র্যান্ড হুয়াওয়ে। করোনায় বিশ্ব বাজারে চাহিদা মিটিয়ে চলতি বছরে স্যমসাংয়ের চেয়ে ২০ লাখ স্মার্টফোন বেশি বিক্রি করেছে হুয়াওয়ে।

গত এপ্রিল থেকে জুন সময়ে বিশ্ববাজারে প্রায় ৫ কোটি ৬০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। একইসময়ে স্যামসাং বিক্রি করেছে ৫ কোটি ৪০ লাখ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের নিজস্ব বাজারে স্মার্টফোনের চাহিদা মিটিয়ে ৯৭ থেকে ৯৮ শতাংশ স্মার্টফোন বিশ্ব বাজারে রপ্তানি করেছে হুয়াওয়ে।

গতবছর এ সময়ে হুয়াওয়ের রপ্তানির পরিমাণ ৫ শতাংশ কমে গিয়েছিল, যেখানে এ বছরে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ বিভিন্ন দেশে স্যামসাং-এর চাহিদা ৩০ শতাংশ কমে গেছে।

হুয়াওয়ের এক মুখপাত্র জানান, এমন ক্রান্তিকালে সূচকের এই উত্থানই আমাদের জয়ের সংবাদ।

যদিও করোনার প্রভাবে বিশ্ববাজারে হুয়াওয়ের চালান ২৭ শতাংশ কমে গেছে এবং চীনে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হুয়াওয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “বিগেস্ট স্মার্টফোন সেলার” খ্যাতি তখনই কার্যকর হবে যদি বাজারে আমাদের অবস্থান কেউ ছিনিয়ে নিতে না পারে।

Exit mobile version