TechJano

হ্যাকাররা অজান্তেই ভিডিও কনফারেন্সে প্রবেশ করত

জুমের এন্টারপ্রাইজ ভিডিও কমিউনিকেশন টুলে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের অজান্তে গোপনে ভিডিও কনফারেন্সে অংশ নিতে পারত। এর ফলে দূর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারত তারা।

এসব তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চেকপয়েন্ট। তাদের দাবি, জুমের ভার্চুয়াল কনফারেন্স রুম চালুর ইউআরএল পদ্ধতিতে থাকা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে গোপনে ব্যবহারকারীদের কথা শোনার পাশাপাশি ভিডিও দেখতে পারত হ্যাকাররা। বিষয়টি জানতে পেরে দ্রুত নিজেদের কারিগরি ত্রুটি মেরামত করেছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version