TechJano

১৬ কোটি ৭১ লাখ দেশে মোবাইল সংযোগ

দেশে মোবাইল সংযোগের সংখ্যা করোনাকালেও বেড়েই চলছে। সোমবার প্রকাশিত বিটিআরসির সেপ্টেম্বর পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার।

আগস্টে এই সংখ্যা ছিল, ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার। জুলাইতে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার। এর আগে জুন মাসে সংযোগ ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার। তবে জুনের চেয়ে মে মাসে সংযোগের সংখ্যা বেশি ছিল। মে মাসে ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার সংযোগ।

মোবাইল ফোন অপারেটরগুলো করোনার ধাক্কা কাটিয়ে জুলাই থেকে সংযোগে এগুতে শুরু করে। সর্বশেষ সেপ্টেম্বরের হিসাবে, গ্রামীণফোনের রয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার সংযোগ, রবির ৫ কোটি ১ লাখ ২৬ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১২ হাজার।

প্রসঙ্গত, কোনো গ্রাহক বায়োমেট্রিক প্রযুক্তি (আঙুলের ছাপ) ব্যবহার করে মোবাইল সিম কিনে ৯০ দিনের মধ্যে যদি একবারও ভয়েস, ডাটা (ইন্টারনেট ব্যবহার) ও এসএমএস করে থাকে, তাহলে মোবাইল অপারেটররা তাকে একজন ব্যবহারকারী হিসেবে গণনা করে।

Exit mobile version