TechJano

২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে স্টার্টআপ বাংলাদেশে অনুষ্ঠিত হলো গুগল ডেভফেস্ট হ্যাক স্প্রিন্ট ২০১৮

গত রবিবার ২৫ শে নভেম্বর স্টার্টআপ বাংলাদেশ আগারগাও তে অনুষ্ঠিত হয়ে গেল গুগল ডেভেলপার গ্রুপ জিডিজি সোনারগাঁও আয়োজিত গুগল ডেভফেস্ট হ্যাক স্প্রিন্ট ২০১৮ । প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ২৫ টি বিশ্ববিদ্যালয় থেকে আগত ২৫ টি দল। ডেভফেস্ট হ্যাক স্প্রিন্ট ২০১৮ ছিল একটি প্রোডাক্ট ডিজাইন প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দল টানা ১০ ঘণ্টায় একটি নতুন প্রোডাক্ট তৈরি করে এবং তা এক্সপার্ট এবং ইনভেস্টরদের সামনে তুলে ধরে। প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন থিমের উপর আয়োজন করা হয়, সেগুলো হল ট্যুরিজম, এডুকেশন অ্যান্ড লার্নিং, ও ইন্টারনেট অফ থিংগস । প্রতিযোগীদের প্রথমে ৩০ মিনিটের মধ্যে একটি গুগল কোড ল্যাব সমাধান করতে হয় এবং পরবর্তীতে মেন্টররা তাদের প্রডাক্ট ডিজাইনের জন্য দরকারি পরামর্শ প্রদান করেন।

টানা ১০ ঘণ্টার প্রোডাক্ট ডিজাইনিং শেষে ৩ টি থিম থেকে ৩ টি বিজয়ী দল ঘোষণা করা হয় । সেরা বিজয়ীর পুরষ্কার জিতে নেয় টিম ডেফডিলিয়ান্স, আসিম্পটোট এবং বুয়েট স্টারেডিয়ান। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার বিভাগের প্রধান প্রফেসর ড এম কায়কোবাদ, স্টার্টআপ বাংলাদেশ এর ইনভেস্টমেন্ট অফিসার টিনা এফ জাবিন, জিডিজি সোনারগাঁও এর কমিউনিটি ম্যানাজার ইসতিয়াক রেজা, টগি সার্ভিসের হেড অব এইচ আর রাইহানুল ইসলাম, আইপে এর মার্কেটিং এক্সপার্ট জশিতা সানজানা। প্রতিযোগিতার সার্বিক সহায়তায় ছিল টগি সার্ভিস। বিজয়ী টিমের সেরা ডেভেলপাররা টগি সার্ভিসে ইন্টার্নশিপ এর সুযোগ পাবে । অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জিডিজি সোনারগাঁও এর কো-ম্যানেজার ওমর আহমেদ এবং মেহেদি হাসান ।

Exit mobile version