TechJano

৫৭,০০০ টাকায় লেনোভোর নতুন ল্যাপটপ

লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এল শক্তিশালী এএমডি রাইজেন৫ ২৫০০ইউ প্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাড ৩৩০। রাইজেন৫ ২৫০০ইউ প্রসেসরটি অষ্টম জেনারেশন কোর-আই৫ এর সমমানের এবং গ্রাফিক্স এর দিক থেকে আরও বেশি সমৃদ্ধ। এই প্রসেসরটি ২.০গিগাহার্জ থেকে ৩.৬গিগাহার্জ পর্যন্ত পারফরমেন্স দিয়ে থাকে। এর ইন্টিগ্রেটেড ভেগা ৮গ্রাফিক্স জিপিইউ ১০৮০পি রেজ্যুলুশনে ৩০ফ্রেম পার সেকেন্ড এ পারফর্ম করে।
এছড়াও লেনেভোর এই মডেলটিতে রয়েছে ডেডিকেটেড এএমডি রেডিয়ন ৫৪০ ২জিবি ডিডিআর৫ গ্রাফিক্স। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি সমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে ৮জিবি র‌্যাম, ১টিবি এইচডিডি, ডুয়াল ব্র্যান্ড এসি ওয়াইফাই। জেনুইন উইন্ডোজ১০ সমৃদ্ধ লেনোভোর আইডিয়াপ্যাড ৩৩০ মডেলটি প্লাটিনাম গ্রে, মিডনাইট ব্লু এবং অনিক্স ব্ল্যাক এই তিনটি রং এ পাওয়া যাচ্ছে। দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটির মূল্য ৫৭,০০০ টাকা। এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৬৯৬৩৩১৫৩

Exit mobile version